নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ, পুরভোটের আগে নবদ্বীপ জুড়ে শুধুই রাজনৈতিক যোগবিয়োগের খেলা। কিছুদিন আগেই নবদ্বীপ পুরসভার তৃণমূলের প্রাক্তন উপ পুরপ্রধান তুষার ভট্টাচার্য এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতুয়া মহাসঙ্ঘের গোপাল মন্ডল এবং সিপিএম সদস্য নীলোত্পল সরকার কয়েকশো কর্মী সমর্থক নিয়ে সদলবলে যোগ দিলেন বিজেপিতে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তেঘড়িপাড়া এলাকায় আমন্ত্রণ ভবনে নদিয়া জেলা উত্তরের সভাপতি আশুতোষ পাল তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সূত্রের খবর নবদ্বীপ দক্ষিনাঞ্চলের বেশ তৃণমূল কর্মী-সমর্থক ও সিপিএম এর বেশকিছু কর্মী ইদানিং দলে ব্রাত্য হয়ে পড়েন । দীর্ঘদিন তারা দলের বিভিন্ন কাজকর্ম থেকে দূরে ছিলেন। যারা যারা এদিন বিজেপির পতাকা তুলে নিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতুয়া মহাসঙ্ঘের তৃণমূল ঘনিষ্ঠ নেতা গোপাল মণ্ডল। তাঁর সঙ্গে ওই এলাকার বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষ এদিন বিজেপিতে যোগ দিয়েছেন ।
বিজেপির নবদ্বীপ দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক শশধর নন্দী জানিয়েছেন “তৃণমূল এবং সিপিএম মিলিয়ে এদিন প্রায় চারশো কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন।” যোগদানে উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া উত্তর জেলা সভাপতি আশুতোষ পাল, সহ সভাপতি গৌতম পাল, সম্পাদক নবীন চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী ও শহর দক্ষিণাঞ্চলের আহ্বায়ক শশধর নন্দী সহ অন্যান্য জেলা নেতারা ।