বড়সড় ঘোষাণা করেছে নরেন্দ্র মোদী পরিচালিত মন্ত্রীসভা। শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স ৪ শতাংশ বাড়ানো হয়েছে। যার মানে ১৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২১ শতাংশ। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই নিয়ম লাগু করা হবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকর।
কেন্দ্রের এই সিদ্ধান্তে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন বলেই উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে সব মিলিয়ে ১ কোটি ১৩ লক্ষ পরিবার এর সুবিধা পাবেন বলেও সংবাদসংস্থাকে জানিয়েছেন জাভরেকর।
তিনি বলেছেন, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারকে আর ১৪ কোটি ৫৯৫ লক্ষ টাকা ব্যইয় করতে হবে বলেও তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
২০১৬ সালে সপ্তম বেতন কমিশন লাগু করেছিল মোদীর সরকার। সেইসমইয় বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং এবং এবার ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) বৃদ্ধি করে সরকারি চাকুরীজীবীদের আরও বেশকিছুটা সুবিধা হবে বলেও আশাপ্রকাশ করেন।
প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) দেওয়া হয় যা জানুয়ারি মাসের ১ তারিখ থেকে জুলাই মাসের ১ তারিখ থেকে লাগু হয়। মার্চ মাস এবং সেপ্টেম্বর নাগাদ দেওয়া হয়ে থাকে। তবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) মুদ্রাস্ফীতির হার এবং দৈনন্দিন জীবনে জিনিসের মূল্যবৃদ্ধির উপর নির্ভর করে।