আইলিগ জিতেছে মোহনবাগান৷ বিজেপির নাম করে শুভেচ্ছা জানিয়ে পোষ্টার৷ ইস্টবেঙ্গলদের উদ্বাস্তু বাঙাল বলে উল্লেখ৷ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ রাজ্য সভাপতি দিলীপের অভিযোগ,বিজেপিকে বদনাম করতেই এই কান্ড ঘটিয়েছে তৃণমূল৷ অস্বীকার করেছে শাসক দল৷
বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে তিনি বলেন,সোশ্যাল মিডিয়ায় বিজেপির নামে একটা মিথ্যা প্রচার করা হচ্ছে৷ মোহনবাগান জিতেছে,তার জন্য একটি পোষ্টার করা হয়েছে৷ সেখানে লেখা রয়েছে,কাটা তার পেরিয়ে আসা উদ্বাস্ত বাঙালদের মুখে ঝামা ঘটে ২০১৯-২০ আইলিগ জয়ের জন্য মোহনবাগানকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন৷ নিচে বিজেপির পদ্ম ফুল দিয়ে লেখা আমরা গর্বিত,আমরা ভারতীয়৷ একটা পোষ্টারে লেখা বিজেপি বারাসত মন্ডল৷
চক্রান্ত করেই বিজেপিকে বদনাম করা হচ্ছে৷ পার্টির তরফ থেকে এই ঘটনার নিন্দা করছি৷ কারণ এই ধরনের কোনও কাজ বিজেপি করে না৷ এমনকি এই ঘটনাকে পিকের মস্তিষ্কপ্রসূত বলেই এদিন দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি।
বুধবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় বিজেপি লোগো দেওয়া একটি পোস্টার। এই পোস্টার প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই এদিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন রাজ্য বিজেপি সভাপতি৷
দিলীপ ঘোষের কথায়, আইলিগ সম্পর্কিত পোস্টারটি শুধুমাত্র বিজেপির বলেই দেওয়া হয়নি। সিপিএমের নামেও এই ধরনের পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সিপিএমের পোস্টারে রয়েছে বহরমপুর জোনাল পার্টি। এদিকে সিপিএমের জোনাল নেই। এর থেকেই বোঝা যায় এই কাজটি উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র বিজেপিকে নয় সমস্ত বিরোধীদের টার্গেট করা হচ্ছে। বিরোধীদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল৷