কানাডার (Canada) টরোন্টো শহরে এ জিনিসের চল অনেকদিন ধরেই। একটি নির্দিষ্ট রাস্তায় সেখানে সাজানো থাকে নানানরকম নতুন-পুরোনো বই। পথচারীরা সেখান থেকে নিতে পারেন নিজের ইচ্ছেমত। তার জন্য এক পয়সাও ব্যয় করতে হয়না তাদের। এবার খোদ শহর কলকাতায় হতে চলেছে সেরকম একটি মেলা ।
এ মেলা অবশ্য কানাডার মত খোলা রাস্তায় হবেনা। তা হবে একেবারে রকমারি দোকানপাট বসিয়েই। আগামী ২৮-২৯য়ে মার্চ এমনই মেলা হতে চলেছে দক্ষিণ কলকাতার সন্তোষপুরে (Santoshpur) সন্তোষপুর লেক সংলগ্ন মাঠে (grounds of the lake)। অভিনব এই বইমেলার আয়োজন করেছে ‘মৃত্তিকা’ বলে একটি সংগঠন। তাদের সহযোগিতা করেছে ‘কথাকলি’ এবং ‘আমাদের যাদবপুর’ নামের দুটি সংস্থা। আগামী ২৮-২৯ মার্চের বেলা ৩টে থেকে রাত ৯টা অবধি চলবে এই মেলা ।
মেলার উদ্যোক্তারা জানিয়েছেন মেলায় দেওয়ার জন্য বই সংগ্রহেও ছিল অভিনব আয়োজন। সামাজিক মাধ্যমে মানুষকে অনুরোধ করা হয় এগিয়ে আসার জন্য। সাড়াও মেলে অভূতপূর্ব। সাধারণ মানুষ থেকে খ্যতনামা সাহিত্যিক কেউই বাদ যাননি নিজেদের পুরনো বই দিয়ে উদ্যক্তাদের সহায়তা করতে ।