ভারতের (India) ৮২জন ভারতীয় সেনা পাকিস্তানের জেলে বন্দী রয়েছে | লোকসভার নিম্নকক্ষে বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর (Muralidhar) এক প্রশ্নের উত্তরে বলেন বুধবার | শুধু পাকিস্তান নয় ,প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh),নেপাল (Nepal) এমনকি শ্রীলঙ্কার (Srilanka) নানা জেলেও বিচারাধীন রয়েছে ভারতীয় নাগরিক | এর মধ্যে পাকিস্তানে মৎস্যজীবী সহ ৩৩৭জন ভরাতীয় সেখানকার জেলে বন্দী থাকলেও পাকিস্তানের প্রশাসন সে কথা মোটেই স্বীকার করেনি বলে জানান মন্ত্রী |
২১শে মে ২০০৮ পাকিস্তান ও ভারতের (India) মধ্যে যে বন্দী সাক্ষরিত চুক্তি সাক্ষর হয় তাদের দেশে মৎস্যজীবী ও সাধারণ ভারতীয় (India) নাগরিক কতজন বছরে দুবার তার তালিকা দেওয়ার কথা | এছাড়া ভারতের (India) তরফে অনেকবার তাদের দেশের স্থানীয় প্রশাসনকে বিচার দ্রুত শেষ করার কথা বলা হয়েছে | আইনি সহায়তা ও জেলে যাতে স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়,তার দিকে নজর রেখেছে বিদেশ মন্ত্রক | বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে জীবিকার কথা ভেবে তাদের যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় তার অনুরোধও করে ভারত |
প্রসঙ্গত, বুধবার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,৩১০৩জন ভারতীয় জেলে গত তিনবছরে বাংলাদেশ, ইরান, কাতার, পাকিস্তান ও শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক হয় | যার মধ্যে ৩২৪জন এখনও বন্দী থাকলেও বাকিদের মুক্তি দিয়েছে দেশগুলি | কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার মাধ্যমে বাকীদেরও ছাড়ানোর চেষ্টা চলছে বলে জানান মুরলিধর |