রোদ ঝলমলে হোলি পেরোতেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে পশ্চিমি জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। এর আগে মার্চের গোড়ার দিকে টানা দু’দিন বৃষ্টির স্বাদ পেয়েছিল রাজ্যবাসী।
মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমে হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। এর ফলে বুধবার থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। যার প্রভাব পড়তে পারে বাংলাতেও। ১০ মার্চ সকালে কলকাতার তাপমাত্রা অনেকটাই কম ছিল। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ , সর্বনিম্ন ৩৭ শতাংশ। কলকাতা সংলগ্ন দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়লে গরম বাড়বে।
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিনবঙ্গে তুলনামূলক কম গরম পড়তে পারে। উলটে অন্যন্য বছরের তুলনায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে উত্তরবঙ্গে। বসন্তের শুরুতে ঝাড়গ্রামে শিলাবৃষ্টি, কলকাতায় কালবৈশাখীর ট্রেলর, সঙ্গে গত ছয় দিন ধরে নিয়ম করে বৃষ্টি সঙ্গে কখনও আবার ঝড়ো হাওয়া এই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ‘মার্চ থেকে মে অর্থাৎ গরমের সময়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছেই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি হলে ০.৫ ডিগ্রী বেশি থাকবে। ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম হলেও হতে পারে কিন্তু এর চেয়ে খুব বেশি হওয়ার সম্ভাবনা কম।’ একইসঙ্গে আবহাওয়াবিদ জানাচ্ছেন, ‘এই বছরে উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। যা অন্যান্য বছরের তুলনায় বেশি উষ্ণ।’