আতঙ্ক বাড়াচ্ছে করোনা, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১

ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস। মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১। মঙ্গলবারই দেশজুড়ে আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে আক্রান্তদের।

ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ থেকে বেড়ে একলাফে ৬১। নতুন করে কেরলের ৮ জন, কর্নাটকের ৩, মহারাষ্ট্রের পুণের ৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। এই প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গেল মহারাষ্ট্রে।

কেরলের পথনমথিট্টা জেলায় গত শনিবার ইটালি-ফেরত দম্পতি ও তাঁদের ছেলের করোনা-সংক্রমণ ধরা পড়েছিল। ওই পরিবারের আত্মীয়-বন্ধু মিলিয়ে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েচেন। কোচিতেও করোনা আক্রান্ত শিশুর বাবা-মায়েরও সংক্রমণ ধরা পড়েছে।

কেরলে নতুন করে করোনার থাবা আটকাতে তৎপর হয়েছে বিজয়ন সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সিনেমা হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে এক জায়গায় বেশি মানুষের জড়ো হওয়া বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ করছে রাজ্য সরকার৷ ভিড়ের মধ্যে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি থাকে৷ তাই ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

এরই পাশাপাশি, আপাতত সব ধরনের সামাজিক অনুষ্ঠানও পিছিয়ে দিতে রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনকী ধর্মীয় ক্ষেত্রগুলিতেও ভিড় এড়াতে পরামর্শ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। আপাতত বাড়িতে থেকেই ধর্মীয় আচার-আচরণ পালন করতে রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পড়ুয়াদের সুরক্ষার জন্যও তৎপরতা নিয়েছে রাজ্য সরকার। সপ্তম শ্রেণি পর্যন্ত কেরলের সব স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

পুণেতে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়েছে দুবাই-ফেরত এক দম্পতির শরীরে। পরে তাঁদের মেয়ে, মুম্বই বিমানবন্দর থেকে তাঁদের পুণেতে নিয়ে আসা ক্যাবের চালক ও বিমানের এক সহযাত্রীর দেহেও করোনার চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবারই ইরান থেকে ৫৮ জন ভারতীয়কে নিয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে নামে বায়ুসেনার বিমান। তাঁদের হিন্ডনেই বিশেষ শিবিরে কোয়ারেন্টাইন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.