রবীন্দ্র সঙ্গীতে অশ্লীল শব্দ ব্যবহার করে প্যারোডি বানানোর অভিযোগে রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। মঙ্গলবার বেলেঘাটা থানায় (Beleghata police station) শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই শিক্ষক সংগঠনের অভিযোগ, রবীন্দ্র ভারতীর (Rabindra Bharti) ঘটনা প্রকাশ্যে আসার পরেও বিশ্ববিদ্যালয়ের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা উচিৎ ছিল। কিন্তু তা করা হয়নি। তাই সংগঠনের তরফে রোদ্দুরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হল।
পুলিশ সূত্রে খবর, অভিযোগটি যথেষ্ট গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে রোদ্দুরের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো। দেখা হচ্ছে ইউটিউব চ্যানেলটিও। একাধিক তথ্যপ্রযুক্তি আইনে রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা রুজু হতে পারে বলে সূত্রে জানা যাচ্ছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে অভিযোগ করা হয়েছে, গত কয়েকমাস ধরেই ইন্টারনেটে রবীন্দ্রনাথের গানের সঙ্গে অশালীন শব্দ জুড়ে বাংলার সংস্কৃতিকে অপমান করছেন ওই ব্যক্তি। ইচ্ছাকৃত ভাবে রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতিকে নষ্ট করা হচ্ছে।