নির্ভয়া মামলায় (Nirbhaya case) দোষী সাব্যস্ত বিনয় শর্মা (Vinay Sharma) ফাঁসি এড়াতে আবার নতুন কৌশল করছে। দোষী বিনয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের (Anil Bejal) কাছে মৃত্যুদণ্ডের শাস্তি এড়াতে আবেদন করে। বিনয় শর্মা তাঁর আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালকে তাঁর মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাগারে রূপান্তর করার আবেদন করেছে । অ্যাডভোকেট এপি সিং (AP Singh) সিআরপিসির ৪৩২ এবং ৪৩৩ ধারায় মৃত্যুদণ্ড স্থগিত করার আবেদন করেন ।
প্রসঙ্গত উল্লেখ্য দিল্লির পতিয়ালা হাউস কোর্ট চতুর্থবারের জন্য ডেথ ওয়ারেন্ট জারি করেছে এবং চার আসামিকে ফাঁসি দেওয়ার জন্য ২০ শে মার্চ তারিখ নির্ধারণ করেছে। ২০ শে মার্চ ভোর সাড়ে ৫ টায় চার অপরাধীকেই ফাঁসি দেওয়া হবে।
একই সময়ে, চতুর্থবারের জন্য মৃত্যুদণ্ডের পরোয়ানা জারির পরের দিনই, নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত মুকেশ সুপ্রিম কোর্টে পুনরায় কিউরিটিভ পিটিশন (সংশোধনমূলক আবেদন) এবং রাষ্ট্রপতির কাছে দয়া যাচিকা আবেদনের জন্য অনুমতি চায়। সুপ্রিম কোর্ট ১৬ মার্চ শুনানি করবে। বিশেষজ্ঞদের মতে নির্ভয়া কান্ডের চারজন দোষী ইতোমধ্যে তাদের সমস্তরকম আইনী বিকল্প ব্যবহার করে ফেলেছে ।