কয়েকদিন আগেই পুলওয়ামা জড়িত থাকার অপরাধে নাম উঠে এসেছিল বাবা ও মেয়ের | এবার দিল্লি কাণ্ডে নাম জাড়ালো ইসলামিক স্টেটের | রবিবার দিল্লি (Delhi) পুলিশের বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় জামিয়া (Jamia) নগরে | সেখান থেকেই ইসলামিক স্টেটের খোরাসান মডিউল চালানো হতে বলে গোয়েন্দা সূত্রের খবর | সেই মহল্লা থেকেই দিল্লি (Delhi) সংঘর্য়ে জড়িত থাকার সন্দেহে দিল্লি (Delhi) পুলিশ গ্রেফতার করে |
এই দম্পতির নাম জাহানজেব সামি (Jahanzeb Sami) ও তার স্ত্রী হিনা বাশির বাগ (Hina Bashir Bug) | এদেরকে আটক করার পর সাংবাদিক বৈঠক করে এ কথা জানান দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি (DCP) প্রমোদ সিং খুশওয়া (Pramod Singh Khushwa)| তদন্তে নেমে আটক ব্যাক্তি দের জেরা করে দিল্লি পুলিশের স্পেশাল সেল জানতে পারে যে ইসলামিক স্টেটের যে মদিউলটি দক্ষিণ দিল্লি থেকে কাজ করে, সেটিই এই সংঘর্ষে মুখ্য ভূমিকা নিয়েছিল | সে ক্ষেত্রে কাজে লাগানো হয়েছিল স্থানীয় লোকদেরই |
অর্থ ও প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসের পরিবর্তে এই আগুন লাগানোর কাজই করত এরা | দিল্লি (Delhi) সংঘর্ষের পরে এই দম্পতির আটক নিঃসন্দেহে অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা | সংঘর্ষ বিধ্বস্ত এলাকা ঘুরে তদন্তকারীরা একটা বিষয়ে মোটামুটিভাবে নিশ্চিত যে পাঁচ জায়গায় যেভাবে সংঘর্ষ ছড়িয়েছিল তাতে বেশিরভাগই ভূমিকা ছিল বহিরাগতদের |