দিল্লির সংঘর্ষের পিছনে শুধু বিদ্বেষ নয় | তাকে কাজে লাগিয়ে নানা রকমের গুজবে বহরে বেড়েছিল সেই সংঘর্ষ | সোশ্যাল মিডিয়া ছাড়া বেশ কিছু মূল স্রোতের মিডিয়াও ছিল তার মধ্যে | এমনকি সংঘর্ষের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে | রিপাবলিকঅফবাজ.কম ,এই ওয়েব মিডিয়াতে একটি ভকর প্রকাশিত হয় | যেখানে বলা হয়, ১৩বছরের একটি ছোট মেয়েকে ভিন্নধর্মের কিছু মানুষ গণধর্ষণ করে দিল্লির জাফরাবাদে |
এই লিঙ্কটিকে শেয়ার করেন তেলেঙ্গানার এমবিটির মুখপাত্র আজদাদ উল্লাহ খান | সেই পোস্টের সঙ্গে ওয়েব সাইটে প্রকাশিত লেখার কিছু অংশও তুলে দেওয়া হয়| বলা হয় এলাকার বাড়িগুলি যখন পোড়ানো হচ্ছে সেই সুযোগে নাকি সেই মেয়েটি পালিয়ে যায় | এক অন্ধকার জায়গায় যখন সে কাঁদছিল তখনই ওই লোকগুলি তাকে এক বাড়িতে নিয়ে যায় ও অপকর্মটি করে |
link ||http://republicofbuzz/hindu-mobs-gang-raped-13-old-muslim-girl-in-jafrabad-delhi/
পোস্ট করেছে মহঃইমরান বাগি ,রবিবার মার্চ ১ | কিন্তু আশ্চর্য জনকভাবে এই লিঙ্কে ক্লিক করলে এমন কোন খবরে যাওয়া যাচ্ছে না | গুগল সার্চেও কোন ফলাফল নেই এই লিঙ্কের | এমনকি যে ছবিটি দেওয়া হয়েছে সেই মেয়েটির তা দিয়ে সার্চ করলে ২০১৮সালের একটি ভিন্ন পোস্টের সূত্র পাওয়া যাচ্ছে | জাফরাবাদে খবর নিয়েও এমন কোন ঘটনার কথা জানা যায়নি | উল্টে এই ওয়েবসাইট নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন | এই মিডিয়া পেজে অনেক সময়ে ভারত বিরোধী কুরুচি সম্পন্ন খবর ছাপা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা | কয়েকদিন আগেই একটি ধর্ষণের ঘটনা বোঝাতে গিয়ে তারা নীলছবির ব্যবহার করে শোরগোল ফেলে দিয়েছিল বলে জানান কেউ কেউ |
ফেসবুক পেজটি যারা চালনা করেন সেই ছজনই পাকিস্তানিের বলে জানা গিয়েছে | এদের নামের প্রকৃত ট্যুইটার হ্যান্ডেলটি সাসপেন্ডের পর নতুন একটি হ্যান্ডেলে কাজ করে তারা | এদের মধ্যে একজন নিজেকে পাকিস্তানের ছবির পরিচালক বলেও দাবি করেন | তবে সব দেখে এটা নিশ্চিত ভারত বিরোধী মনোভাবকে ছড়িয়ে দিতে ফেক নিউজ করাই এর কাজ বলে মনে করা হচ্ছে |