আগামী ১১ ও ১২ মার্চ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু (Jammu) ও কাশ্মীর (Kashmir) , লাদাখ (Ladakh), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand) , হরিয়ানা (Haryana) ও পঞ্জাবে (Punjab)। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানেও। সোমবার এমনই পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
আইএমডি (IMD) জানিয়েছে, ১১ ও ১২ মার্চ জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। আইএমডি আরও জানিয়েছে, ১১ ও ১২ মার্চ রাজস্থান এবং পূর্ব উত্তর প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হতে পারে।
2020-03-09