ফের করোনা আক্রান্ত সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি করা হল আরও এক যুবককে। রবিবার সকালে বিমানবন্দরের স্ক্রিনিং-এর পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সৌদি আরব থেকে তিনি ফিরছিলেন বলে জানা গিয়েছে। এদিন কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁর স্ক্রিনিং চলছিল। তাতে তাঁর শরীরের তাপমাত্রা বেশি দেখা যায়। সঙ্গে ছিল সর্দি-কাশি। তাই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
অ্যাম্বুলেন্সের করে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে। আপাতত পরীক্ষা -নিরিক্ষা করা হবে। এর আগেও অনেকেই একই সন্দেহে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তাঁদের বেশ কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। এখনও আরও একজন ভর্তি আছেন ওই হাসপাতালে।
এদিকে, নতুন করে পাঁচজনের শরীরে করোনা ভাইরাস শণাক্ত করা সম্ভব হয়েছে ভারতে। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯।
কেরলে একই পরিবারের পাঁচজনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। পরিবারটি কিছুদিন আগে ইতালি থেকে ফিরেছে।
কেরলেই সবথেকে বেশি সংখ্যক করোনা আক্রান্ত রয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, ওই পরিবার এয়ারপোর্টে তাদের ট্রাভেল হিস্টরি জানায়নি, এমনকি তাদের স্ক্রিনিংও হয়নি। তাঁরা হাসপাতালে ভর্তি হতে রাজি হননি বলেও জানিয়েছেন মন্ত্রী।
ইতিমধ্যেই করোনা ভাইরাসের মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির আলোচনা চলছে। বিদেশি নাগরিককে এ দেশে ঢুকতে হলে মেডিক্যাল স্ক্রিনিং-এর মধ্যে দিয়ে যেতেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।