ধর্মেন্দ্রর নতুন খোলা ‘হি ম্যান’ ধাবাকে সিল করল কারনাল পৌরসভা

বলি জগতের অনেকেই অভিনয় জগত ছাড়া নিজের ফিল্মি কেরিয়ার অন্যান্য অনেক কিছুতেই লাক ট্রাই করছেন | সাফল্যো পেয়েছেন প্রশ্নাতীতভাবে | টুইঙ্কল খান্না থেকে দীপিকা পাড়ুকোন নিজের নিজের ব্যবসায় সফল | শোলে খ্যাত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) হোটেল ব্যবসায় বেশ সফল | ওনার ইনস্টাগ্রাম বা যে কোন অ্যাকাউন্ট লক্ষ্য করলে দেখা যায় যে ফার্মিংগার্ডেনিং এ অত্যন্ত আগ্রহী এই অশতিপর অভিনেতা |

তিনি নিজেও খুব গর্বের সঙ্গেই দাবি করেন যে তিনি চাষীর ছেলে | তাই এই কাজে তার কোন অনীহা নেই | খুলে ফেলেছিলেন একটি রেস্টুরেন্ট | গরম ধরম ধাবা (Garam Dharam Dhaba) নামে সেই ফুড চেনের সাফল্যের পরে ধর্মেন্দ্র আরেকটি থিম রেঁস্তোরা ফার্ম টু ফর্ক ,যার নাম দিয়েছেন হি ম্যান (He Man)| দিল্লির এক ব্যবসায়ীকে সেই রেঁস্তোরা চালাতে দেন তিনি |

হরিয়ানায় (Haryana) জাতীয় সড়ক ৪৪এর উপর কারনালের কাছে এই ধাবা ঘিরে বিতর্ক | পৌরসভার আইন মেনে এই রেঁস্তোরা হয়নি বলে জানানো হয় কারনাল পৌরসভার তরফে | রেঁস্তোরার মালিককে চিঠি পাঠিয়ে দেখা করতে বলার পরেও নাকি মোটেই সে দেখা করেনি | উপায় না দেখে অগত্যা কারনাল পৌরসভা থেকে এসে হি-ম্যান নামের সেই রেঁস্তোরা সিল করে দেয় |

প্রসঙ্গত চলতি বছরের ভ্যালেন্টাইন ডে -তে নিজেই ইনস্টা পোস্ট দিয়ে এই রেঁস্তোরা চালু করেন তিনি | লেখেন আমার প্রিয় ফ্যানদের আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই যে আমি নতুন একটি ফার্ম টু ফর্ক রেস্তোরা ভ্যালেন্টাইন ডে-র দিন সকাল ১০.৩০টা নাগাদ খুলতে যাচ্ছি | সেই পোস্টের নীচে শুভেচ্ছা বার্তায় ভরে যায় তার ফ্যানেদের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.