বিপুল পরিমান অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি তোলার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেইসঙ্গে ইয়েস ব্যাংকের জন্য মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদ ভেঙে দিয়ে, সেখানে স্টেট ব্যাঙ্কের প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইয়েস ব্যাঙ্কের পরিধি যথেষ্ট বড়। তাই সেখানে কোনো দুর্নীতি বাসা বেঁধেছে কিনা ,তার জন্যই এমন সতর্কতা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহলের খবর। অন্যদিকে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা রীতিমত সমস্যায় পড়েছেন। তার কারণ গ্রাহকরা দ্রুত টাকা তুলতে গিয়ে এটিএমগুলিকে খালি দেখে আতঙ্কিত হচ্ছেন। তবে এই অচলাবস্থা অচিরেই কেটে যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
2020-03-07