একে বৃষ্টি। তার উপর উইকএন্ড। চিন্তা নেই। নিশ্চিন্তে রাস্তায় বেরোন। কারণ আজ রাস্তা মোটের উপর ফাঁকাই থাকবে বলে জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
শনিবার শহর কলকাতায় কয়েকটি মিছিল, ধর্মীয় জমায়েত এবং সভা রয়েছে। তবে তা শহরের যান চলাচলকে রুদ্ধ করতে পারে এমন নয়। তবে ভোগাতে পারে তা হল রাতভর হওয়া বৃষ্টি। যা কলকাতার রাস্তাকে পিচ্ছিল করে রেখেছে। গাড়ির গতিকে স্বাভাবিক নিয়মেই কম রাখতে পারে।
এবার দেখে নেওয়া যাক কী অবস্থা আজ মিটিং মিছিলের? কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, আজ শিবের ধ্বজ যাত্রা রয়েছে যা খিদিরপুরের ২৫ পল্লি থেকে শুরু হবে। শেষ হবে শ্রী রাধাকৃষ্ণ আশ্রমে। যাত্রা পথ মনিলাল ব্যানার্জি রোড, ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর মোড়, সিজিআর রোড, বাবা পঞ্চানন মন্দির, অরফাগঞ্জ রোড দিয়ে। সকাল ১০টাতেই রয়েছে এই মিছিল। শ্যামপার্ক থেকে দর্জিপাড়া পর্যন্ত একটি মিছিল রয়েছে, যা যাবে বলরাম ঘোষ, স্ট্রিট, রামধন মিত্র লেন, বিধান সরণি, হাতিবাগান, অরবিন্দ সরণি, হরি ঘোষ স্ট্রিট দিয়ে। এই মিছিল রয়েছে বিকেল তিনটে নাগাদ।
পরে বিকেল ৫.৩০ নাগাদ গড়িয়া মোড় থেকে নেতাজিনগর পর্যন্ত দিনের শেষ মিছিলটি রয়েছে। যা যাবে নেতাজী সুভাষ রোড দিয়ে।