কারও কোনও ক্ষতি হবে না, ইয়েস ব্যাঙ্কের সঙ্কটে অর্থমন্ত্রীর আশ্বাস

ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) সঙ্কটে আমানতকারীদের কারও কোনও ক্ষতি হবে না| সমস্ত আমানতকারীদের টাকা সুরক্ষিত রয়েছে| শুক্রবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)| অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) (আরবিআই)-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি| আমানতকারী, ব্যাঙ্ক এবং অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে|


ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) থেকে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সাময়িক বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) (আরবিআই)| আরবিআই জানিয়েছে, ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না| নির্ধারিত এই সময়ের মধ্যে কোনও ঋণও দিতে পারবে না বেসরকারি এই ব্যাঙ্কটি| এখানেই শেষ নয়, ৩০ দিনের জন্য ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে| প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে| বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশিকা জারি করেছিল আরবিআই|


আরবিআই-এর এই কড়াকড়ির কারণে উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছেন গ্রাহকরা| ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরবিআই বেঁধে দেওয়ার পরই, শুক্রবার সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে টাকার তোলার হিড়িক পড়ে যায় গ্রাহকদের মধ্যে| শুক্রবার সকালে মুম্বইয়ে (Mumbai) ইয়েস ব্যাঙ্কের ফর্ট ব্রাঞ্চের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়| টাকা তোলার জন্য ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন করে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা|


এমতাবস্থায় গ্রাহকদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) বলেছেন, ‘সমস্ত আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, তাঁদের টাকা সুরক্ষিত রয়েছে| আরবিআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি| আমানতকারী, ব্যাঙ্ক এবং অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে|’ অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আরবিআই গভর্নর আমাকে আশ্বস্ত করেছেন শীঘ্রই এই বিষয়টির সমাধান হবে| আরবিআই এবং ভারত সরকারের এ দিকেই নজর রয়েছে| আমি নিজেও আরবিআই-এর সঙ্গে কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সবার স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.