ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) থেকে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা সাময়িক বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) (আরবিআই)| আরবিআই জানিয়েছে, ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না| ড্রাফট বা পে-অর্ডারের ক্ষেত্রে অবশ্য এই ঊর্ধ্বসীমা কার্যকর হবে না| টাকা তোলা যাবে অসুস্থতা, পড়াশোনা বা বিয়ের জন্য| দেওয়া যাবে ২০,০০০ কর্মীর বেতনও| কিন্তু, নির্ধারিত এই সময়ের মধ্যে কোনও ঋণ দিতে পারবে না বেসরকারি এই ব্যাঙ্কটি| এখানেই শেষ নয়, ৩০ দিনের জন্য ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) পরিচালন পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে| প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে (Prashant Kumar)| বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশিকা জারি করেছিল আরবিআই|
ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরবিআই বেঁধে দেওয়ার পরই, শুক্রবার সকাল থেকে মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে টাকার তোলার হিড়িক পড়ে যায় গ্রাহকদের মধ্যে| শুক্রবার সকালে মুম্বইয়ে (Mumbai) ইয়েস ব্যাঙ্কের ফর্ট ব্রাঞ্চের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়| টাকা তোলার জন্য ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন করে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা|
কী কেন এই সিদ্ধান্ত নিল আরবিআই?
আরবিআই জানিয়েছে, ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) সম্পদের পুনর্গঠন করে আমানতকারীদের আস্থা ফেরানোর লক্ষ্যেই কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদক্ষেপ করা হয়েছে| ইয়েস ব্যাঙ্কের আর্থিক অবস্থার লক্ষ্যণীয় অবনতির কারণেই এই কড়াকড়ি, তবে ব্যাঙ্কটির দ্রুত পুনরুজ্জীবনের পথ খোঁজা হচ্ছে| আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এদিন মুম্বইয়ে জানিয়েছেন, ‘আমরা যে ৩০ দিন সময় দিয়েছিল, তা বাহ্যিক সীমা| ইয়েস ব্যাঙ্ককে পুনরুদ্ধারের জন্য খুব দ্রুত পদক্ষেপ নেবে আরবিআই|’
এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম বলেছেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ| আমি ভাবছি এটাই কী শেষ, নাকি ভবিষ্যতে আরও কিছু দেখতে হবে? সরকার এখনও নীরব| ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা কী করবেন সেটাই এখন দেখার, আমি মনে করি পিএমসি ব্যাঙ্কের আমানতকারীদের মতোই তাঁরাও উদ্বিগ্ন| দেখা যাক কী হয়|’ যদিও, ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের আশ্বস্ত করে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের সমস্ত আমানতকারীদের আমি আশ্বস্ত করতে চাই, তাঁদের সঞ্চয় নিরাপদে থাকবে এবং আতঙ্কিত হওয়ার দরকার নেই|