মহিন্দার গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) সমানভাবে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটে | বিশ্বে ঘটে চলা নানা ঘটনার টুকরো ছবি তুলে ধরে প্রতিক্রিয়া দেন তিনি | আবার নিজের পোস্টের মাধ্যমে সংযোগ স্থাপন করেন নেটিজেনদের সঙ্গে | আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) ট্যুইট করে বলেন যে কোভিড ১৯এর জন্য কী কী পরিবর্ত হয়েছে তা তিনি নেটিজেনদের (Netizens) কাছে জানতে চান |
তার মধ্যেই একটি ভিডিওকে রিপোস্ট করে বলেন যে টিকটকের এই ভিডিও তার খুবই পছন্দের | পছন্দ হয়েছে নেটিজেনদেরও (Netizens)| আড়াই হাজারের উপর রিট্যুইট ও চোদ্দো হাজারের বেশি লাইক পাওয়া এই ভিডিওতে কি আছে ? ভিডিওটি সম্ভবত করোনা (Corona) আক্রান্ত চিনের (China)| দেখা যাচ্ছে,ভিডিওটিতে মূল চরিত্র একটি সারমেয়র | দেখা যায়, মালিক পোষ্যকে উপর থেকে ডেকে তাকে মাস্ক পড়িয়ে দেয় | তারপর তার পিঠে একটি ব্যাগ আটকে দেয় | সেটি নিয়ে সারমেয় রওনা দেয় মলের উদ্দেশ্য |
দোকানদারের কাছে গিয়ে দাঁড়াতে তার পিঠ থেকে বের করা লিস্টের জিনিসগুলি চাপিয়ে দেয় সে | সেটি নিয়ে আবারও ফিরে আসে সে নিজের মালিকের বাড়িতে | করোন আক্রান্ত চিনে নিজেদের বাঁচাতে নতুন নতুন পদ্ধতি নিতে হচ্ছে নাগরিকদের | তার মধ্যে সংক্রমণ এড়াতে এই পদ্ধতি মন কেড়েছে আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) থেকে অসংখ্য নেটিজেনদের | যার জেরে সেরার শিরোপা পেলো এই টিকটক ভিডিও |