একটা নয় ,পরপর দুটি কলেজে একই পোস্টার | ইন্ডিয়া ইজ নট মাই কান্ট্রি | দুটি সরকারি কলেজের দেওয়ালে এই পোস্টার কেরল সরকারের অবস্থান নিয়ে আবার প্রশ্নের মুখে ফেলল | কারণ জানা যায় কেরলের বাম সরকারের ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফেই থালাস্সারির গভঃ ব্রেনেন কলেজ ও পালাক্কারের গভঃ আইটিআই কলেজে নাকি এই পোস্টার আটকানো হয় |
যদিও এই নিয়ে হইচই পড়ে গেলে এসএফ আই নিজেদেরকে এর থেকে আলাদা করে নেয় | ঘটনাকে দোষারোপ করে | তাদের বিবৃতিতে বলে,বাম এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে বিশ্বাসী | যে পোস্টার আসংবিধানিক ও চূড়ান্ত ধর্মীয় মেরুকরণের ধ্বজাধারী সেখানে এই সংগঠন কোনভাবেই এই কাজকে সমর্থন করেনা | যদি কোন সমর্থক এর সঙ্গে জড়িত আছে বলে প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সংগঠন | মালায়লাম ভাষায় লেখা পোস্টারটিতে লেখা আছে,ইন্ডিয়া ইজ নট মাই কান্ট্রি | দোজ স্কাউন্ড্রেল ইজ নট মাই ব্রাদার অ্যান্ড সিস্টার | আই ডু নট লাভ এ কান্ট্রি নর ডু আই টেক এনি প্রাইড ইন দি প্রেজেন্ট সিচুয়েশন | আই ফিল অ্যাশেমড টু লিভ দিস টেরোরিস্ট ইন সাচ অ্যান অ্যাটমোসফিয়ার ইন ইন্ডিয়া |
খুব সংক্ষেপে বলতে গেলে, দিল্লির গোষ্ঠী সংঘর্ষের পর ভারতকে নিজের দেশ বলতে ঘৃণা বোধ করছেন পোস্টার যারা লাগিয়েছেন | যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার তাই এই পোস্টার যে তাদেরকে ও হিন্দুত্ববাদীদের নিশানা করেই দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না | এই দুই কলেজের ক্ষেত্রেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেরল পুলিশ |