শহর কলকাতার ওয়েলিংটন স্কোয়ারের পূর্ব থেকে শুরু করে পূর্বে সার্কুলার রোড পর্যন্ত বিস্তৃত যে রাস্তা, তার নাম “ক্রীক্ রো।” (“Creek Row”)
ইংরেজিতে একটি প্রবাদ আছে,
“The fish follows the water and the fisherman follows the fish”, অর্থাৎ জল যেদিকে যায়, মাছ সেদিকে যায় এবং মাছের সঙ্গে সঙ্গে জেলেরাও সেইদিকেই যায়।
“ক্রীক্” মানে “খাল।” পুরোনো কলকাতার একটি “ক্রীক্”, অর্থাৎ খাল থেকেই তৈরি হয়েছে এই “ক্রীক্ রো।” (“Creek Row”)
অনেক আগে এই খালটি ক্রীক্ রো, ওয়েলিংটন স্কোয়ার, বেন্টিঙ্ক স্ট্রীট, হেস্টিংস স্ট্রীট হয়ে গঙ্গায় গিয়ে মিশেছিল। এই ক্রীক্ রো’র উত্তরে জেলেদের বসতি থেকে বলা যায়, এই খালটি একসময় মাছে ভর্তি ছিল। উপরের ইংরেজি প্রবাদটি এক্ষেত্রে যথাযথভাবেই প্রযোজ্য। ক্রীক্ রো’র উত্তরেই জেলিয়া পাড়া লেন। একসময় কলকাতার বিখ্যাত ছিল “জেলেপাড়ার সঙ্।”
ক্রীক্ রো’র খালটি বর্ষার সময় ফুলেফেঁপে উঠতো এবং সে সময় প্রবল জলস্রোতে নৌকো ভেঙে যেতো, কখনো ভেঙে ডুবে পর্যন্ত যেতো।
তাই ক্রীক্ রো’র কাছের এলাকাটিকে বলা হতো “ডিঙা ভাঙা।”
শহরের আবর্জনা খালটি দিয়ে ভরাট করে তৈরি হয়েছিল রাস্তা “ক্রীক্ রো।” (“Creek Row”)
শ্রীউপেন্দ্রনাথ বসু তাঁর “কলিকাতা ও উহার করপোরেশন” ( ২য় সং, ১৩৫৪, পৃ: ১৪৮) লেখায় জানাচ্ছেন,
“প্রাচীন কলিকাতার একটি ক্রীক্ বা খাল হইতে এই রাস্তার নাম ক্রীক্ রো হইয়াছে।”