সম্পূর্ণ অধিবেশনেই বরখাস্ত করা হবে, সাংসদদের আচরণে ক্ষুব্ধ স্পিকার

গণতন্ত্রের পীঠস্থান সংসদে, আইন প্রণেতাদের আচরণে অত্যন্ত মনক্ষুণ্ণ ও হতাশ লোকসভার স্পিকার ওম বিড়লা| সরকার পক্ষের হোক অথবা বিরোধী দলের, লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেই, সেই সমস্ত সাংসদদের সম্পূর্ণ অধিবেশন থেকেই বরখাস্ত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ওম বিড়লা| সাংসদদের এহেন আচরণে সংসদের গরিমা ও ঐতিহ্যের অবমাননা ঘটছে বলে অভিমত স্পিকারের|দিল্লি-হিংসার জেরে সোমবারই উত্তাল হয়ে উঠেছিল লোকসভা| লোকসভা কক্ষেই প্রহৃত হওয়ার অভিযোগ আনেন কংগ্রেস সাংসদ রামাইয়া হরিদাস| দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন| একই পরিস্থিতি বজায় থাকে মঙ্গলবারও, এদিনও উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে উত্তাল হয়ে ওঠে লোকসভা| লোকসভায় দিল্লি-হিংসা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা| ক্রমশই উচ্চস্বরে নরেন্দ্র মোদী-অমিত শাহ বিরোধী স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা| তুমুল হই হট্টোগোলের কারণে প্রথমে দুপুর বারোটা পরে দুপুর দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশ মুলতুবি করে দেওয়া হয়| এরপরই রীতিমতো ক্ষোভের সুরে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, ‘প্ল্যাকার্ড সংসদে আনা উচিত কি না, তা অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে বিরোধী দলগুলিকে| লোকসভার ওয়েলে যাঁরা নামবেন, সেই সমস্ত সাংসদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তা সে যেই দলেরই হোক না কেন, সম্পূর্ণ অধিবেশনেই তাঁদের বরখাস্ত করা হবে|’ উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.