শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রণী ভূমিকা সুন্দর ভারতের পরিচয় বহন করে| সোমবার ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে (Bilaspur), গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে মেয়েদের ভূয়শী প্রশংসা করে এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)| রাষ্ট্রপতি এদিন বলেছেন, গুরু ঘাসিদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত| আজ ছ’জন ছাত্রীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে, মেয়েরা সাতটি স্বর্ণপদক পেয়েছে কিন্তু একটি ছাত্রীই দু’টি স্বর্ণপদক পেয়েছে| রাষ্ট্রপতির কথায়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রণী ভূমিকা সুন্দর ভারতের পরিচয় বহন করে| সাফল্যের জন্য বাবা-মায়ের সঙ্কল্পের পাশাপাশি শিক্ষকরাও পথ প্রদর্শক| এছাড়াও ছাত্র-ছাত্রীদের নিজেদের দৃঢ় সংকল্প এবং এগিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছাশক্তিও গুরুত্বপূর্ণ|
সোমবার বেলা এগারোটা নাগাদ ছত্তিশগড় (Chhattisgarh) ভবন থেকে বেরোনোর পর, গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| সমাবর্তন অনুষ্ঠানে ৯ জন ছাত্র-ছাত্রীদের হাতে স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি, ওই ৯ জনের মধ্যে ৬ জন ছাত্রী| সমাবর্তন অনুষ্ঠানে ৭৪টি স্বর্ণপদক, ৭৫টি পিএইচডি ডিগ্রি (PhD degree) এবং অন্যান্য পুরষ্কার দেওয়া হয়েছে|