মাত্র ২৪ঘন্টার ব্যবধান | বসন্ত উৎসবের অনুমতি নিয়ে সংঘর্ষে আহত হন বিজেপির প্রাক্তন পৌরপিতা | ঘটনা আলাদা হলেও উত্তর ২৪পরগণার আরেকটি জায়গাতে শুক্রবার বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল | এবার সৌজন্যে সেই সিএএ-র প্রচার | অবশ্য রাজ্যের নানা জায়গায় সিএএ প্রচার করতে গিয়ে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়েননি বিজেপির প্রথম সারির নেতারাও |
অভিযোগ,চরাপাড়া ৫নং ওয়ার্ডের ধরমবীর কলোনি এলাকায় সিএএ-র প্রচার করতে বেরিয়েছিলেন কাঁচড়াপাড়া মণ্ডল ১এর সভাপতি তাপস ঘোষ | রাস্তায় প্রকাশ্যে বাইক করে আসা কিছু দুষ্কৃতী প্রথমে তাপস বাবুকে গালিগালাজ করে ও পরে তাদের সঙ্গে থাকা কর্মী এমনকি মহিলা কর্মীদের উপর তারা চড়াও হয় বলে অভিযোগ করা হয় বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফে | এই ঘটনার পরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে | শাসক দলের দিকে আঙুল ওঠে এই ঘটনায় |
যদিও ব্যারাকপুরের ঘটনার মতই নিজেদের দলের কোন কর্মী বা আশ্রিত কারোর এই কাজ করার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব | তাদের বক্তব্য, বিজেপির অন্দরের গোষ্ঠী দ্বন্দ শাসক দলের উপরে চালাতে চাইছে বিজেপি | সামনে থেকে না বললেও ফোনে এই প্রতিক্রিয়া দেন যুব তৃণমূল সভাপতি সুজিত দাস |