আগামী ৪৮ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতের কারণেই বৃষ্টি রাজ্যজুড়ে এমন আবহাওয়া।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি । স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে।গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। তবে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া দুই ২৪ পরগনাতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বীরভূম নদিয়া মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.