সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয়ার জন্য এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানায় রাজ্য বিজেপি।
- বাংলা মা কালীর মাটি। এই মাটি বহু বিপ্লবীর পুন্য জন্মভূমি।
- আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় সংখ্যাগরিষ্ঠ সরকার বানাবে বিজেপি।
- ২০১৯ সালে মানুষের আশীর্বাদে বাংলা থেকে ২ কোটি ৪০ লাখ ভোট পেয়েছে বিজেপি।
- বিধানসভায় দুই তৃতীয়াংশ আসনে জিতবে বিজেপি।
- কোনও রাজপুত্রের হাতে আগামী বাংলার দায়িত্ব যাবে না।
- এই যাত্রা থামবে না। এই যাত্রা বাংলার উন্নয়নের যাত্রা।
- এই যাত্রা বাংলার চলা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের যাত্রা।
- আগে মমতা বলতেন বাংলায় বিজেপির জমানত জব্দ হবে। এখন বাংলা থেকে ১৮ সাংসদ গিয়েছেন লোকসভায়।
- মমতা দিদি আমাদের উপরে এত অত্যাচার করেও বিজেপিকে রুখতে পারছেন কি!
- আজকের সমাবেশ তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে সমাবেশ।
- ৪০ জনেরে বেশি বিজেপি কার্যকর্তার মৃত্যু হয়েছে।
- এবার ‘আর নয় অন্যায়’ কর্মসূচি নিয়ে নতুন যাত্রা শুরু করবে বিজেপি।
- আজ যে অভিযান এখান থেকে শুরু হচ্ছে তা গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়বে।
- বাংলার ঘরে ঘরে যেতে হবে বিজেপি কর্মীদের। এই লড়াই খুবই কঠিন লড়াই। তবু লড়তেই হবে।
- ‘দিদিকে বলো’-র জবাবে বাংলার মানুষ বলুন ‘আর নয় অন্যায়’।
- এই রাজ্যে তোষণ রাজনীতি আর চলবে না।
- ৩৭০ ধারা বাতিলের দাবিতে এই বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবন দিয়েছিলেন।
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- অযোধ্যায় ভব্য রামমন্দির বানানোর জন্য আমরা ৫০০ বছর অপেক্ষা করেছি।
- আদালতের নির্দেশ পেয়ে ইতিমধ্য়েই ট্রাস্ট গঠন করে রামমন্দির বানানোর কাজ শুরু হয়েছে।
- সিএএ লাগু হলেও কোনও সংখ্যালঘুর নাগরিকত্ব যাবে না। এটা নাগরিকত্ব দেওয়ার আইন।
- আমরা উদ্বাস্তুদের নাগরিকতা দিতে চাইছি। তাতে মমতা দিদির বিরোধিতা কেন?
- মমতা দিদি আমাদের রুখতে পারবেন না। সব হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের আমরা নাগরিকত্ব দেবই।
- মমতা আমলে সব দিক থেকে পিছিয়ে যাচ্ছে বাংলা।
- মমতা দিদির হাতে রাজ্যের ঋণ ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা।
- ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে ‘সোনার বাংলা’ বানিয়ে দেখাব।
- মমতার আমলে প্রতি পাঁচ জনের মধ্যে ১ জন দারিদ্রসীমার নীচে।
- বাংলায় এখন সরকারের উপর থেকে পঞ্চায়েত নিচু স্তর পর্যন্ত দুর্নীতি।
- মমতা সরকার কেন্দ্রকে বাংলার উন্নতি করতে দিচ্ছে না।