ফের ভূমিকম্পের আতঙ্ক| আবারও ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। শনিবার সকালে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চম্বা জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় শনিবার সকালের ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল ৭.৫৮ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চম্বা জেলা| ভূমিকম্পের উৎসস্থল ছিল হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে, চম্বা জেলার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের জেরে হিমাচল প্রদেশের চম্বা জেলা জুড়েই আতঙ্ক তৈরি হয়| এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এই অঞ্চলেই ৩.৬ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল।
2020-02-29