করোনা ভাইরাসের (Karona Virus) আতঙ্কে দেশে ব্যাপক মার খাচ্ছে পোলট্রি ব্যবসা। এতটাই মার খেয়েছে যে গোট দেশে ৪০ শতাংশ বিক্রি কমেছে মুরগীর। অবস্থা এতটাই শোচনীয় মুরগীর মাংস নিয়ে গুজবের উৎসস্থল অন্ধ্রপ্রদেশের মন্ত্রী -বিধায়করা সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে মুরগীর মাংস খেয়ে দেখাচ্ছেন।
দীর্ঘদিন ধরেই সোস্যাল মিডিয়ায় গুজব রটছিল যে মুরগীর মাংস খেলে করোনাভাইরাস হয়। এই গুজবের প্রত্যক্ষ প্রভাব এবার পড়ল বাজারে। ব্যবসায়ীদের বক্তব্য গুজবের জেরে মুরগীর দাম পড়ে গিয়েছে ৫০ শতাংশ। গোডরেজ অ্যাগ্রোভেট নামে এক সংস্থার মালিক জানিয়েছেন শুধু বিক্রি নয়, হুহু করে দামও পড়ছে মুরগীর মাংসের। সংস্থার তরফে বিএস যাদবের বক্তব্য যে তাঁরা আগে সপ্তাহে ছয় লক্ষ মুরগীর মাংস বিক্রি করতেন। সংখ্যাটা এখন কমে হাজারে নেমে গিয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মুরগীর প্রজননও কমে যাবে। ফলে কিছুদিনের মধ্যে অবস্থা একটু ঠিক হতে শুরু করলেই মুরগীর দাম চলে যাবে আয়ত্বের বাইরে।