সঞ্জয় বারভের অবসর, মহারাষ্ট্রের পরবর্তী সিপি হচ্ছেন পরমবীর সিং

শনিবার, ২৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের (Maharashtra) পুলিশ কমিশনার (সিপি) পদ থেকে অবসর নিচ্ছেন সঞ্জয় বারভে (Sanjay Barve)| সঞ্জয় বারভের (Sanjay Barve) স্থলাভিষিক্ত হচ্ছেন মহারাষ্ট্র দুর্নীতি-দমন শাখার প্রধান পরমবীর সিং (Parambir Singh)| অর্থাত্ মহারাষ্ট্রের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস অফিসার পরমবীর সিং (Parambir Singh) | এর আগে মহারাষ্ট্র দুর্নীতি-দমন শাখার ডিরেক্টর-জেনারেল ছিলেন পরমবীর সিং|


এর আগে মহারাষ্ট্র (Maharashtra) পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইন-শৃঙ্খলা), থাণে পুলিশ কমিশনার, মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জোনের ডিসিপি এবং চন্দ্রপুর ও ভানদারা জেলার পুলিশ সুপার ছিলেন পরমবীর সিং (Parambir Singh) | প্রসঙ্গত, পরমবীর সিং মহারাষ্ট্র দুর্নীতি-দমন শাখার ডিজি থাকাকালীন বিদর্ভ সেচ দুর্নীতিতে এনসিপি প্রধান অজিত পওয়ারকে ক্লিনচিট দিয়েছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.