পুরীতে থাকা সর্বদাই বিশেষ, জগন্নাথ মন্দিরে পূজাচর্নার পর টুইট অমিতের

পুরীতে থাকা সর্বদাই আমার কাছে বিশেষ| মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েছে| শনিবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) | দু’দিনের সফরে ওডিশায় গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| দু’দিনের সফরের দ্বিতীয় দিন, শনিবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পূজাচর্না করেছেন অমিত শাহ (Amit Shah)|


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পুজো দিতে আসছেন বলে কথা, তাই সকাল থেকেই পুরীর (Puri) জগন্নাথ মন্দির এবং সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল| সকালেই জগন্নাথ মন্দিরে আসেন অমিত শাহ| তাঁর সঙ্গে জগন্নাথ মন্দিরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রতাপ সারাঙ্গি, প্রহ্লাদ সিং প্যাটেল এবং বিজেপির জাতীয় সহ-সভাপতি বি পাণ্ডা| জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে অমিত শাহকে স্বাগত জানান ওডিশা বিজেপির ইন-চার্জ অরুণ সিং, জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং ওডিশা বিজেপির (BJP) সভাপতি সমীর মোহান্তি (Sameer Mohanty) প্রমুখ| এদিন প্রায় ৩০ মিনিট জগন্নাথ মন্দিরে ছিলেন অমিত শাহ| জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর টুইটারে অমিত শাহ লিখেছেন, ‘পুরীতে থাকা সর্বদাই আমার কাছে বিশেষ| মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.