কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Rabishankar Prasad) শনিবার নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরোধিতা করে যারা কাগজ দেখানোর বিপক্ষে তাদের তাদের তীব্র আক্রমণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গুজরাটের (Gujarat) কেভাদিয়ায় একটি অনুষ্ঠান চলাকালীন সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা বলেন ।
তার বক্তব্যে রবিশঙ্কর প্রসাদ বলেন যে কিছু লোক বলে যে সিএএ (CAA) আইন অনুসারে তারা কোনও প্রকার কাগজ প্রদর্শন করবেন না। এটি ঠিক, তবে তারা প্রমাণ চেয়েছে যে রামলালার জন্ম অযোধ্যাতে হয়েছিল কিনা! যদিও হাজার হাজার বছর ধরে বিশ্বের সমস্ত মানুষ এটি বিশ্বাস করে। এটি তাদের দ্বৈত চরিত্র, ভণ্ডামি এবং বৌদ্ধিক অসততা ।
রবিশঙ্কর প্রসাদ (Rabishankar Prasad) আরও বলেছিলেন যে আমি আমার উদার বামপন্থী বন্ধুদের বলতে চাই যে পারলে আমাদের হারিয়ে সরকার গঠন করুন। আমাদের ধর্মনিরপেক্ষতা এবং মানবাধিকার নিয়ে জ্ঞান দেবেন না। আপনারা কি কখনও সন্ত্রাসবাদ এবং কট্টরপন্থী হিংসার শিকার মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেছেন? কখনও?