জেনেভায় (Geneva) ৪৩তম মানবাধিকার সম্মেলন রাষ্ট্রপুঞ্জের | সেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদ (Terrorism in Pakistan) নিয়ে পোস্টার ফেলল সে দেশের সংখ্যালঘুরা | পোস্টারে লেখা ,পাকিস্তান আর্মি এপিসেন্টার অফ ইন্টারন্যাশনাল টেরোরিসম| জেনেভার ব্রোকেন চেয়ার মনুমেন্টের সামনে এই পোস্টারের পিছনে রয়েছে বালুচ ও পাখতুনেরা | এর আগেও তারা পাকিস্তানের অভ্যন্তরে নানা স্থানে পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে |
প্রতি নিয়ত কারণে অকারণে সংক্যালঘুদের উপরে যে অত্যাটার করে থাকে ,তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতেই এই পদক্ষেপ | রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যই এই আবদেন | পাকিস্তানের সংখ্যালঘুদের বক্তব্য,সেখানে জঙ্গী সংগঠন সক্রিয় | কারণ পাকিস্তানের সেনা তাদেরকে সব রকমের সহায়তা করে | সংখ্যালঘু অত্যাচারের পাশাপাশি এই ঘটনা বিশ্ব শান্তির দন্য বড় সড় থ্রেট বলে তারা মনে করছেন | পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের (Afghanistan) সীমান্ত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে এই এপিসেন্টার |
আর্থিক সহায়তা করা ছাড়াও প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দিয়ে থাকেন পাক সেনাকর্তারা ,দাবি পাখতুন -বেলোচদের | প্রসঙ্গত, শুক্রবারই ভারত সরকারিভাবে পাকিস্তানকে নিজের মাটিকে জঙ্গী সংগঠনগুলিকে ব্যবহার করতে নিষেধ করে বার্তা দেয় | এফটিএফ (FATF) পাকিস্তানকে (Pakistan) ধূসর তালিকাভূক্ত করার এক সপ্তাহ পরে ভারতের এই প্রতিক্রিয়াও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদেরা |