অবশেষে সামান্য বাড়ল দেশের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি)। শুক্রবার জাতীয় পরিসংখ্যান দফতরের তরফে প্রকাশ করা তথ্যে বিগত দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় জিডিপি (GDP) ০.২ শতাংশ বেড়ে তৃতীয় ত্রৈমাসিকের হয়েছে ৪.৭ শতাংশ |
দেশের অর্থনীতিতে খানিক স্বস্তির খবর। জিডিপি ( GDP ) প্রবৃদ্ধির হার সামান্য হলেও বাড়ল । এবার জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪.৭ শতাংশে। শুক্রবার জাতীয় পরিসংখ্যান সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে-ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপির (GDP ) হার ০.২ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। সরকারী তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.৫ শতাংশ।
বিগত ত্রৈমাসিকে ছয় বছরের সর্বনিম্ন জিডিপিকে ( GDP ) পৌঁছে যাওয়ার পর এবার কী হয় তা নিয়ে উদ্বেগ ছিল। তবে সেই উদ্বেগের অর্থনীতিতে একটু হলেও সুখের খবর দিয়ে জিডিপি ( GDP ) বেড়েছে সামান্য। তবে দেশের অর্থনীতিবিদরা জিডিপি প্রবৃদ্ধি ৪.৭ হবে বলে আভাস দিয়েছিল, সেটাই হয়েছে।