পেনশন স্কিমের নিয়মে বড়সড় রদবদল। এমপ্লয়িস পেনশন স্কিমের নিয়মে এই বদল আনা হয়েছে। নয়া এই নিয়মে ৬ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া এই নিয়মে যারা কমুটেশন অফ পেনশনের বিকল্প নিয়েছেন তাঁরাও এবার পেনশন পাবেন। তাতে অনেকেই উপকৃত হবেন। এই সিদ্ধান্তে খুশি পেনশনভোগীরা।
এমপ্লয়িস পেনশন স্কিমের নিয়ম অনুযায়ী, একজন কর্মী যিনি কিনা পেনশন পাবেন আগামিদিনে তিনি যে কোনও প্রয়োজনে একটা বড় অর্থ আগে নিয়ে নিতে পারেন। আগের নিয়ম অনুযায়ী, নিজের পেনশনের এক তৃতীয়াংশ কমুট করিয়ে নিতে পারতেন গ্রাহকরা। সেই অর্থের ১০০ গুণ টাকা তারা এককালীন অর্থ হিসাবে নিতে পারতেন। এরপর সারা জীবন কম টাকা পেনশন নিতে হত তাদের। অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হত একজন কর্মীকে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে নিয়মের পরিবর্তন করার জন্যে দাবি করা হচ্ছিল। অবশেষে পেনশনের নিয়মে বদল ঘটায় স্বস্তি পেনশনভোগীরা।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, সেপ্টেম্বরের পর থেকে অনেক কর্মীই কমুটেশনের সুযোগ পায়নি। কিন্তু এবার নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ২০০৮ সেপ্টেম্বরের আগে যারা কমুটেশন করেছেন, তারা পুরো পেনশন পাবেন। তবে এই নিয়ম কমুটেশন করানোর পনেরো বছর বাদ থেকেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই ক্ষেত্রে যে সমস্ত কর্মী ২০০৮ সালে কমুটেশন করেছেন, তারা ২০২৩ সাল থেকে বর্ধিত পেনশন পাবেন। অন্যদিকে, যাদের ২০০৫ সালের আগে কমুটেশন হয়েছে, তারা এখন থেকে পুরো পেনশন পাবেন। এমনটাই জানাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। কর্মীদের জন্যে অবশ্যই এই সিদ্ধান্ত অনেক বড়।
অন্যদিকে, জানা যাচ্ছে, নুন্যতম ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে। আর তা করা হলে এক ধাক্কায় ১৭ শতাংশ থেকে ২১ শতাংশে পৌঁছে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। এর ফলে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে সরকার। সেই মতো নতুন বছর অর্থাৎ ২০২০ সালের প্রথম ডিএ ঘোষণা করতে চলেছে মোদী সরকার।
উল্লেখ্য, গত বছর দীপাবলির উপহার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। ৫ শতাংশ ডিএ বাড়ানো হয়। এর ফলে ১২ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে হয় ১৭ শতাংশ। মোদীর সরকারের এই ঘোষণার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হন।