সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের বিভিন্ন রাজ্য| উত্তাল দিল্লিতে হিংসায় প্রাণ হারিয়েছেন ৪২ জন| এই আবহে শুক্রবার ওডিশার রাজধানী ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| ২৪ তম আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার|এদিন আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আবেদন জানিয়েছেন, ওডিশা প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে| তাই ওডিশাকে স্পেশ্যাল ফোকাস স্টেট ঘোষণা করা হোক| নবীন পট্টনায়েকের কথায়, ওডিশা প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে, তাই ওডিশাকে স্পেশ্যাল ফোকাস স্টেট ঘোষণা করা হোক, এই আবেদন জানাচ্ছি| বৈঠকে ব্যাঙ্কিং, টেলিডেনসিটি এবং কয়লা রয়্যালটি বাড়ানোরও আহ্বাণ জানিয়েছেন পট্টনায়েক|
2020-02-28