সমাজকে শক্তি সম্পন্ন করে তোলাই আরএসএস-এর লক্ষ্য : মোহন ভাগবত

দুর্বলতা নিজের মধ্যেই একটি ত্রুটি| শক্তিই মানুষের কাজের ভিত্তি| সম্পূর্ণ শক্তির মাধ্যমেই পরিপূর্ণ সমাজ ও দেশ সম্মানিত হয়| সমাজকে শক্তি সম্পন্ন করে তোলাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র লক্ষ্য ও উদ্দেশ্য| বৃহস্পতিবার গভীর রাতে মহারাষ্ট্রের নাগপুরে, যশবন্ত স্টেডিয়ামে আয়োজিত ‘নবোত্সব ২০২০’ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত|‘নবোত্সব ২০২০’ অনুষ্ঠানে উপস্থিত আরএসএস-এর স্বয়ংসেবকদের উদ্দেশ্যে মোহন ভাগবত বলেছেন, আমরা সঙ্ঘের শাখায় নিত্যদিন প্রার্থনা করার সময় পাঁচটি বিষয়ের জন্য অনুরোধ করি, তার মধ্যে রয়েছে শক্তি| শক্তিই মানবজাতির প্রতিটি কাজের ভিত্তি| মোহন ভাগবত বলেছেন, শুধুমাত্র একজন ব্যক্তিরই শক্তি থাকা যথেষ্ট নয়| শক্তির স্বরূপ সমষ্টিগত হওয়া উচিত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.