রেলকে চাঙ্গা করতে নিত্যনতুন ভাবনার আবির্ভাব কর্তাদের মাথায় | কখনো মোবাইল মেডিক্যাল চেকআপের ব্যবস্থা ,কখনো ওয়াটার এটিএমের পরিষেবা আবার কখনো বা চায়ের স্টল | তবে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার একটি চায়ের রেঁস্তোরা ও দোকান উদ্বোধনের পর থেকেই নজর কেড়েছে সকলের | উঠে এসেছে সংবাদের তালিকায় | আসানসোলে রেলের এক পরিত্যক্ত বগির সৌন্দার্যয়নে যে এত সুন্দর এক রেঁস্তোরা গড়ে উঠতে পারে তা বোধহয় না দেখলে কারো বিশ্বাস হবে না | প্রথমদিনেই ঠাসা ভিড় রেঁস্তোরায় |
আসানসোল রেল ডিভিশনে প্রথম বার এমন এক হেরিটেজ রেঁস্তোরার উদ্বোধন করা হয়| যেখানে এই দেশের বিভিন্ন প্রান্তের চা বাগান থেকে আনা প্রায় ১৬৫ রকমের চা পাওয়া যাবে। শুধু দর্শনে নয় ,নামেও চমক রয়েছে এই নয়া রেঁস্তোরার |
“চায় চুন” নামটি শুনতে অন্যরকম হলেও এই রেঁস্তোরার চা খেলে এখানে আগত মানুষরাও বলবেন নামটি একেবারে সঠিক । চুন শব্দের অর্থ পছন্দ করে নেওয়া | এখানে আসা যে কোন কেউ তার পছন্দের চা টি ১৬৫রকমের চায়ের মধ্যে থেকে বেছে নিতে পারবেন |
রেঁস্তোরার কর্মীদের কথায়, বানানো চায়ের মূল্য ২০ থেকে ১০০ টাকার মধ্যে| যদি কোনো মানুষ চা-পাতা কিনতে চান তাহলে ২৫০ টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে চা-পাতা পাওয়া যাবে । পরিত্যক্ত বগিতে বানানো এই রেঁস্তোরার সাজসজ্জা যে কোনো ফাইভ স্টার হোটেলের সাজসজ্জাকে হার মানাবে । এরই সঙ্গে চা খেতে আসা মানুষদের সমস্ত সুযোগ সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে| দেশের প্রথম হেরিটেজ রেঁস্তোরার উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাড়াও ডিআরএম সুমিত সরকার সহ আরপিএফের আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিন ।