পুর ভোটের দিনক্ষণ জানতে চেয়ে নবান্নকে চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন (West Bengal Election Commission)। সেখান থেকে সদুত্তর না পেয়ে এবার পুর ও নগরোন্নয়ন দপ্তরকে (Urban Development Department) চিঠি দিল তারা। আগামী কয়েকমাসের রাজ্যের ১১১টি পুরসভার নির্বাচন। নিয়মমাফিক সেই নির্বাচনের দিনক্ষণ ধার্য করতে গেলে রাজ্য সরকারের পরামর্শ অবশ্যিক কমিশনের কাছে। সেই মর্মে প্রায় দিন দশক আগে নবান্নে চিঠি পাঠান কমিশনের কর্তারা। কিন্তু এখনও চিঠির কোনও উত্তর পাননি তারা।
ফলে একপ্রকার বাধ্য হয়েই পুর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠি দিয়ে এবার ভোটের দিনক্ষণ জানতে চাইলো তারা। বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নিজেদের অবস্থান জানিয়ে এসেছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস। বৈঠকে রাজ্যপাল সৌরভ দাসকে পরামর্শ দিয়েছেন, পুরভোট যেন কোনওভাবে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি না হয়। এমন পরামর্শ পরপরই নড়েচড়ে বসেছে কমিশনের কর্তারা। নবান্নের পর পুর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠি দিয়ে আপাতত দিনক্ষণ জানার অপেক্ষায় তারা।Spread the love