স্বস্তি দিল জ্বালানির দাম। সকাল সকাল অনেকটাই দাম কমেছে পেট্রোলের। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ৭৪.৫৬ টাকা। বৃহস্পতিবার দাম ছিল ৭৪.৬০ টাকা অর্থাৎ দাম কমেছে চার পয়সা। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দাম কমেছিল পাঁচ পয়সা। অর্থাৎ বেশ কিছুটা বেড়ে যাওয়ার পর গত দুই দিনে ৯ পয়সা কমেছে পেট্রোলের দাম, যা সুখকর বলা যেতেই পারে।
বুধবার কলকাতায় দাম ছিল লিটার প্রতি ৭৪.৬৫ টাকা। যদিও এটাও বিষয় যে দাম রোজ রোজ বাড়ছে না। গত দিন ধরে ৭৪.৬৫ টাকাই দাম রয়েছে পেট্রোলের। এর আগে ২২ ফেব্রুয়ারি পেট্রোলের দাম ছিল ৭৪.৫৮ টাকা। ২৩ তারিখ তা সাত পয়সা বাড়ে। ২০ তারিখ পেট্রোলের দাম ছিল ৭৪.৫৩ টাকা। ২১ তারিখ থেকে এই দাম বাড়তে শুরু করে। যে হারে দাম কমছিল অনেকেই ভেবেছিলেন দাম ৭২-এ নামবে। সুখের দিনের আশায় দিন গুনছিলেন অনেকেই। সেই স্বপ্নে আপাতত ইতি। দেখার কতটা দাম বাড়ে। লক্ষণীয় কি হারে দাম বাড়ছিল পেট্রোলের। কত সময় অন্তর পরিবর্তন হচ্ছে দামের।
ডিজেলের দাম অবশ্য বাড়েনি। এটা আবার কিছুটা স্বস্তিদায়ক ছিল। বুধবার ডিজেলের দাম কলকাতায় লিটার প্রতি ৬৭.০২ টাকা। শুক্রবার ৯ পয়সা কমে ৬৬.৯৩ টাকা। ১৮ ফেব্রুয়ারি দাম ছিল ৬৬.৯৭ টাকা। তারপর পাঁচ পয়সা বেড়ে ৬৭.০২ টাকা হয়েছে ডিজেলের দাম। তারপর ফের অনেকটাই কমল ডিজেলের দাম।