শীতের শেষে বহুদিন বৃষ্টি না হওয়ার কারণে বাতাসে ধূলিকণার পরিমাণ এমনিতেই বেড়ে যায়। শহরাঞ্চলে এর সঙ্গে যোগ হয় যানবাহনের ধোঁয়া,কলকারখানার ধোঁয়াসহ অন্যান্য বিভিন্ন ফ্যাক্টর। কলকাতা লাগোয়া হাওড়ার ঘুসুড়ি এলাকাতেই বায়ুদূষণের মাত্রা সর্বাধিক বলছে সদ্যপ্রকাশিত রিপোর্ট। কারণ এখানে রয়েছে কিছু কলকারখানাও। শহরে বাড়ছে দূষণ। রিপোর্ট বলছে বায়ুদূষণে রাজ্যের মধ্যে সবার আগে রয়েছে হাওড়ার ঘুসুড়ি। এবার এই দূষণ নিয়ে সকলকে সচেতন করতে পথে নামলেন বিজেপি যুব কর্মীরা ।
বুধবার সকালে উত্তর হাওড়ার বেশ কয়েকটি স্কুলের সামনে তারা সচেতনতা কর্মসূচির আয়োজন করেন। নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি নেতা উমেশ রাই। দূষণের হাত থেকে বাঁচতে এদিন তারা স্কুলের ছাত্রছাত্রী, গাড়িচালক, পথচলতি মানুষের হাতে মাস্ক বিলি করেন ।
এদিনের কর্মসূচি সম্পর্কে রাজ্য বিজেপি নেতা উমেশ রাই বলেন, আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মসূচি ও সরকারি কর্মকান্ডের পারফরম্যান্সে পিকে’র রিপোর্ট কার্ডে সেরা তিনে জায়গা করে নিয়েছেন হাওড়ার এক মন্ত্রী ।
যদিও ওই মন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যেই পড়ে এই ঘুসুড়ি এলাকা। যেটি রাজ্যের মধ্যে বায়ুদূষণে সবার আগে রয়েছে। সুতরাং এই এলাকায় এই দূষণ নিয়ে আমরা মন্ত্রীর কাছেও প্রশ্ন রেখেছি। এদিন আমাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল তাতে মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে লেখা ছিল- “কনগ্রাচুলেশন ফর ইওর এক্সেলেন্ট রেটিং ‘মিস্টার মিনিস্টার’, ঘুসুড়ি বিকাম এ মোস্ট পলিউটেড প্লেস ইন ওয়েস্টবেঙ্গল ।”
ঘুসুড়ি যেভাবে দূষণের এলাকা হিসেবে সারা রাজ্যের মধ্যে সবার আগে জায়গা করে নিয়েছে এই বিষয়ে নাকি খুবই চিন্তিত বিজেপির নেতারা। যেভাবে এখানে দূষণ বেড়েছে তাতে আগামী দিনে সাধারণ মানুষের ভবিষ্যৎ কী হবে শিশুদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা ।
সেই কারণেই বিজেপির পক্ষ থেকে আজকে উত্তর হাওড়ায় এম সি কেজরিওয়াল স্কুলের সামনে ছোট ছোট শিশুদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। অভিভাবকদের বলা হয়, ভবিষ্যতের এরা স্কুল থেকে শিক্ষিত হয়ে উচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে বেরোনোর পর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বা কেউ অন্য পেশায় যাবে। কিন্তু তাদের শরীর স্বাস্থ্য কতটা সুরক্ষিত থাকবে সে বিষয়ে খেয়াল রাখা দরকার ।
এই দূষণ নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। স্কুল পড়ুয়া সহ প্রায় এক হাজার জনের হাতে এই মাস্ক এদিন তুলে দেওয়া হয়। ২৩ জানুয়ারি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে বায়ুদূষণে সারা পশ্চিমবাংলার মধ্যে হাওড়ার ঘুসুড়ির স্থান সবার আগে। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। এদিন ৫০০টি পূনর্ব্যাবহারযোগ্য মাস্ক স্কুল পড়ুয়াদের মধ্যে এবং ৫০০টি ডিসপোজাল মাস্ক গাড়ি চালকদের মধ্যে বিলি করা হয় ।