নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: রাজ্যজুড়ে একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটে চলেছে বিগত কয়েকমাসে । এবার চুরি হলো রাজ্যের মানুষের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশের একেবারে নাকের ডগায়। অকুস্থল ইসলামপুর। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি মন্দিরে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর থানার পাশেই একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে উক্ত চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে বিগ্রহের সোনা ও রূপার অলঙ্কার চুরি করে বলে অভিযোগ ।
চুরির ঘটনা নিয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কমিটির সম্পাদক বীরেন দাস। তাঁর বক্তব্য এদিন সকালে মন্দিরে এসে দেখতে পান মূল গেটের তালা ভাঙ্গা। তৎক্ষণাৎ ভেতরে ঢুকে দেখতে পান যে মা কালীর বিগ্রহের শরীরে যে সোনা ও রূপার অলঙ্কার ছিল, সমস্তই চুরি গেছে ।
চুরি যাওয়া অলঙ্কারের মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। প্রসঙ্গত ঐ মন্দিরে ছিল না কোনো পাহারার ব্যবস্থা। নাইট গার্ড রাখা হয়না কেন এই প্রশ্নের উত্তরে বীরেনবাবু বলেন, যেহেতু থানার পাশেই কালীমন্দির সেই ভরসাতেই মন্দির কমিটি নাইটগার্ড রাখার বিষয়টি প্রয়োজন মনে করেনি। কিন্তু এই ঘটনা ঘটার পর বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছে মন্দির কমিটি ।
তবে শুধু যে থানা তাও নয় হাইওয়ে পুলিশের টহলও ছিল জাতীয় সড়ক জুড়ে। তবু এই দুঃসাহসিক চুরির ঘটনায় নিজেদের জান মাল নিরাপত্তা নিয়ে পুলিশের উপর কতটা ভরসা করা যায়, সে প্রশ্ন তুলছেন এলাকাবাসী । প্রসঙ্গত উল্লেখ্য, মন্দিরে আসা ভক্তদের মানত পূরণ হলে অনেকেই মায়ের বিগ্রহ সোনা ও রূপার গয়নায় অলঙ্কৃত করেন। সেসবই পরানো থাকে ওই বিগ্রহে। এই ঘটনার পরে অলঙ্কার শূন্য হয়ে পড়েছে মায়ের বিগ্রহ। সুরক্ষা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মন্দির কমিটির অন্যান্য সদস্যদের মধ্যেও ।