কারোনা আতঙ্ক থেকে মুক্তি ! ১১৯ জন ভারতীয়কে ফিরিয়ে আনল বিদেশমন্ত্রক

কারোনা ভাইরাসের আতঙ্কে দেশে ফিরতে চেয়েছিলেন ভিনদেশী ভারতীয়রা। সেই উদ্যোগে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে পাঁচটি দেশ থেকে ফিরিয়ে আনা হল ভারতীয়দের। যদিও বিমানটি উড়েছিল টোকিও থেকে। এদিন সকালে টুইট করে একথা জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটারে তিনি জানিয়েছেন মোট ১১৯ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। জাপানের ইয়োকোহোমা বন্দরের কাছে প্রায় একমাস ধরে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে গতকালই রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কারোনা আতঙ্কে জাপানে প্রমোদতরীতে আটকে পড়েছিল এই ভারতীয়রা।

Dr. S. Jaishankar@DrSJaishankar

Air India flight has just landed in Delhi from Tokyo,carrying 119 Indians & 5 nationals from Sri Lanka,Nepal, South Africa&Peru who were quarantined onboard the #DiamondPrincess due to #COVID19. Appreciate the facilitation of Japanese authorities.
Thank you @airindiain once again11.7K4:50 AM – Feb 27, 2020Twitter Ads info and privacy2,477 people are talking about this

এদিন সকালেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে টোকিও থেকে আসা এই বিমানটি। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জাপান, পেরু ও আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে এনেছে বিদেশমন্ত্রক। টুইটারে বিদেশমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন জাপান সরকারকে। প্রসঙ্গত, চীনে কারনা ভাইরাসের দাপট ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে। আতঙ্কে সেই সমস্ত দেশে আটকে থাকা ভারতীয়রা দ্রুতই দেশে ফিরতে আবেদন জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের কাছে।

এয়ার ইন্ডিয়া বিমান এই সমস্ত যাত্রীদের ফিরিয়ে আনার পর অনেকেই ১৯৯০ সালের গালফ যুদ্ধের পরিস্থিতির কথা মনে করছেন। সেবার তৎকালীন ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন আচমকাই কুয়েতের ওপর হামলা করলে নিরাশ্রয় হয়ে পড়েন ওই দেশের ভারতীয়রা। ঠিক একই কায়দায়, সেবার এয়ার ইন্ডিয়া বিমানে ফিরিয়ে আনা হয়েছিল মধ্যপ্রাচ্যে আটকে থাকা ৭৯ হাজার ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.