দিল্লির অশান্তিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৩৪। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা বিধস্ত এলাকায় এতদিন পুলিশ ঢোকার মতোই পরিস্থিতি ছিল না। প্রশাসনের পা পড়তেই একের পর এক মৃতদেহ বেরোচ্ছে সেখান থেকে। জিটিবি হাসপাতালে ভর্তির সংখ্যা ২০০ জন। উত্তর-পূর্ব দিল্লিতে টানা চারদিন অগ্নিগর্ভ পরিস্থিতি। দাঙ্গা বিধ্বস্ত ভজনপুরা, মৌজপুর, কারাওয়ালনগরও। মানুষের আস্থা ফেরাতে এলাকায় এনাকে মাইকিং করছে পুলিশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, তথা পানীয় জল, ঔষুধ কোথায় কোথায় পাওয়া যাবে সে বিষয়ে জানান দিচ্ছে পুলিশ প্রশাসন
দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৮টি এফআইআর দায়ের হয়েছে। ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের নিকটাত্মীয়কে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে দুটো হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাঘাটে বিপদে পড়লে ০১১-২২৮২৯৩৩৪, ২২৮২৯৩৩৫ এই নম্বর দুটোতে ফোন করা যাবে। তাছাড়া আপৎকালীন নম্বর ১১২ খোলা থাকবে ২৪ ঘণ্টা।