শিল্পপতিদের প্রতি ট্রাম্পের আশ্বাস, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি আপাতত চূড়ান্ত না হলেও, দু’দেশের মধ্যে আরও বড় বাণিজ্যিক সমঝোতা হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সীমাশুল্ক সংক্রান্ত দরকষাকষি চূড়ান্ত না হলেও, অন্য কিছু চূড়ান্ত করা হবে এবং যা তাদের জন্য যথেষ্ট সন্তোষজনক হবে৷
এবারের সফরে ভারতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাসে মঙ্গলবার এদেশের শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে তখন হাজির ছিলেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, লক্ষ্মীনিবাস মিত্তাল, কুমারমঙ্গলম বিড়লা,সলিল পারেখ, আনন্দ মাহিন্দ্রেরা৷
সেখানে ট্রাম্প দাবি করেন, তিনি যত দিন প্রেসিডেন্ট আছেন, তত দিন কোনও ভারতীয় সংস্থার সে দেশে ব্যবসা করতে অসুবিধা হবে না। দ্রুত গতিতে মার্কিন সংস্থা অধিগ্রহণও হবে। কিন্তু ভুল করে উল্টো পাল্টা কেউ নির্বাচিত হলে, এইসব ধাক্কা খাবে। তখনই ভারতের বেকারত্ম বাড়বে ও অর্থনীতি খারাপ হবে বলে তিনি জানান৷তবে এদিনও ট্রাম্প আশা প্রকাশ করেন তাঁরাই (রিপাবলিকান পার্টি) জিতবেন কারণ মার্কিন অর্থনীতির জন্য তাঁরা অনেক কিছু করেছেন বলে।
ওই বৈঠকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী ট্রাম্পকে জানান, মার্কিন মুলুকে জ্বালানি ক্ষেত্রে তাঁদের ৭০০ কোটি ডলার লগ্নির কথা৷ যা শুনে ট্রাম্প উচ্ছ্বসিত প্রশংসা করে ধন্যবাদ জানান অম্বানীকে৷ পাশাপাশি জানতে চান, অম্বানিরা ফোর-জি-র পরে ফাইভ-জি-তে লগ্নি করছে কি না ?তখন অম্বানী উল্লেখ করেন, রিলায়্যান্স জিও-ই হল একমাত্র সংস্থা যা গোটা বিশ্বে পরীক্ষামূলক ফাইভ-জি পরিষেবা চালাচ্ছে কোনও চিনা সংস্থা ছাড়া।
মার্কিন মুলুকে ব্যবসা ও কর্মসংস্থান বাড়াতে প্রশাসনিক লালফিতের ফাঁস আরও আলগা করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প৷ বিভিন্ন মহলের অভিমত, ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের তহবিল জোগাড়ের ক্ষেত্রে এই বৈঠকের প্ল্যাটফর্মকে কাজে লাগাতে চাইবেন। ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন আশাকরে ট্রাম্প দাবি করেন, তিনি জিতলে মার্কিন শেয়ার বাজার লাফ দিয়ে হাজার হাজার পয়েন্ট উঠবে৷