গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আর্জি অমিতের

দিল্লি হিংসা নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজবে অযথা কান না দিয়ে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান করেছেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে হিংসাত্মক পরিস্থিতি উত্তরপূর্ব দিল্লতে তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার সকালে দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে গুজবে অযথা কান না দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান করেন। পাশাপাশি পুলিশ এবং রাজনৈতিক দলগুলির মধ্যে আরও বেশি সমঝোতা গড়ে তোলার জন্য শান্তি কমিটি গড়া নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেনাবাহিনী মোতায়েন নিয়ে যে জল্পনা রটেছিল, বৈঠকে তা নস্যৎ করে দিয়ে দিল্লির শান্তি ও শৃঙ্খলার জন্য পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনীর উপর আস্থাশীল থেকেছেন তিনি।  বর্তমান পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলের দলমতের উর্দ্ধে উঠে একযোগে কাজ করে যাওয়া উচিত বলে কেজরিওয়ালকে বৈঠক বলেন অমিত শাহ । প্রতিটি রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদের উচিত ঘটনাস্থল গিয়ে মানুষের সঙ্গে কথা বলা। দিল্লির হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশকর্মী মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি। হিংসাত্মক পরিস্থিতি মোকাবিলা করার জন্য দিল্লির পুলিশের পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, দিল্লি পুলিশ পেশাদার বাহিনী। শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে তারা তৎপর।
উল্লেখ করা যেতে পারে উত্তর-পূর্ব দিল্লতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে হিংসা ছড়িয়ে পড়ে মৌজপুর এবং জাফফরাবাদে। পরিস্থিতি এখনও থমথমে বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.