পুরভোটের সময় পরিবর্তনের দাবিতে বিজেপি আদালতের দ্বারস্থ হবে কি না তা অমিত শাহের সঙ্গে কথা বলেই ঠিক করতে চায় বঙ্গ বিজেপি। আগামী পয়লা মার্চ কলকাতার শহীদ মিনারে সভা করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় হাজির থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁদের সঙ্গে কথা বলেই পুরসভার ভোট নিয়ে আদালতে যেতে চায় রাজ্য বিজেপি।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিংহরা পরিস্কার জানিয়েছে এপ্রিলে কলকাতার ভোট হলে তাঁরা মানবে না। লাউডস্পিকারে পর্যাপ্ত প্রচারের সময় না পেলে রাজ্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হবে। আর প্রতিদিন রাজ্য নির্বাচন কমিশনকে এইকথা স্মরন করাচ্ছেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপির কৌশল প্রতিদিন আদালতে যাবার হুমকি দিয়ে কমিশনের উপর চাপ তৈরি করা। দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়ও কমিশনের প্রধান সৌরভ দাসের সঙ্গে দেখা করে বিজেপি কেন আদালতে যাবার কথা ভাবছে তার প্রয়োজনীয়তাও জানিয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত চুড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। রাজ্য বিজেপির বেশিরভাগ নেতাই চাইছে অমিত শাহ ও জেপি নাড্ডার উপস্থিতিতে এই সিদ্ধান্তটা নিতে। তাঁদের সঙ্গে কথা বলেই কমিশনের বিরুদ্ধে আদালতে যাবার বিষটি পুরোপুরি ঠিক করতে চায় রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব।