বলিউড দ্বারা প্রভাবিত ডোনাল্ড ট্রাম্প মোতেরার স্টেডিয়াম থেকে শোলে ও ডিডিএলজের প্রশংসা করেন

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তার দুই দিনের ভারত সফরে সোমবার আহমেদাবাদে উষ্ণ অভ্যর্থনা লাভ করেন। মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদী নমস্তে ট্রাম্প, নমস্তে ট্রাম্প বলে বক্তৃতা শুরু করেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) ভারতের প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধতা লুকিয়ে রাখতে পারেননি । মোতেরার মঞ্চ থেকে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রশংসা করে হিন্দি সিনেমার কথাও উল্লেখ করেন ।

বিদেশের মানুষ বলিউডের ব্যাপারে কতটা রোমাঞ্চিত তাও তুলে ধরেন তিনি জানিয়েছিলেন। ট্রাম্প বলেন- “এটি সেই দেশ যেখানে প্রতিবছর ২০০০ এরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়। এটি প্রতিভা এবং সৃজনশীলতার কেন্দ্রবিন্দু যা বলিউড হিসাবে পরিচিত। বিদেশের মানুষ ডিডিএলজে (DDLJ) এবং শোলের মতো চলচ্চিত্রগুলি খুব উপভোগ করেন। তবে এটি নতুন কথা নয়। ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামাও আগে প্রকাশ্য মঞ্চ থেকে ডিডিএলজে-র প্রশংসা করেছেন। বারাক ওবামা ২০১৫ সালে এই ছবিটির প্রশংসা করেন । রোম্যান্স কিং শাহরুখ খান ও অভিনেত্রী কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ১৯৯৯ সালের ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল। ছবিটি হিন্দি সিনেমায় কাল্ট ফিল্মের স্ট্যাটাস পেয়েছে । এই চলচ্চিত্রের জনপ্রিয়তার মাপতে গিয়ে বলা যায় যে এটি বছরের পর বছর ধরে মুম্বাইয়ের একটি সিনেমা হলে থেকে গেছে। ডোনাল্ড ট্রাম্প অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী রচিত শোলে চলচ্চিত্রটির কথাও উল্লেখ করেন। শোলেও ভারতীয় সিনেমাতেও কাল্ট মুভি হিসেবে জায়গা করে নিয়েছে ।

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি তৎকালীন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। শোলে সম্ভবত সেই ছবিটি যার প্রধান ভিলেনের চরিত্র সর্বকালের সেরা । রমেশ সিপ্পি পরিচালিত শোলে চলচ্চিত্রের গল্প লিখেছিলেন সেলিম-জাভেদ। ছবিটি তৎকালীন সাড়ে তিন কোটি ব্যবসা করেছিল। প্রসঙ্গত ভারতে আসার আগে ট্রাম্প বাহুবলীর ভিডিওতে নিজের মুখের ছবি লাগিয়ে মেমে বানিয়ে শেয়ার করেন। এতে বোঝা যায় তিনি বলিউডকে কতটা হৃদয়ে জায়গা দিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.