রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ রবিবার লিঙ্গ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় বিচার বিভাগের প্রচেষ্টার প্রশংসা করে বলেন যে সুপ্রিম কোর্ট সর্বদা সক্রিয় এবং প্রগতিশীল ছিল। ‘বিচার বিভাগ ও পরিবর্তনশীল বিশ্ব’ শীর্ষক আন্তর্জাতিক জুডিশিয়াল কনফারেন্স ২০২০-তে রাষ্ট্রপতি মন্তব্য করেন শীর্ষ আদালত প্রগতিশীল সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে ।
আরো পড়ুন :এইচআইভি আক্রান্ত মহিলাকে স্কুলে রান্না করতে বাধা অভিভাবকদের
আইন বিশেষজ্ঞদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কোবিন্দ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়গুলি ভারতের আইনী ও সাংবিধানিক কাঠামোকে শক্তিশালী করেছে।রাষ্ট্রপতি ভারতের ভাষাগত বৈচিত্র্যকে সামনে রেখে বিভিন্ন ভাষায় রায় দেওয়ার সুপ্রিম কোর্টের প্রচেষ্টাকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তিনি নয়টি আদিবাসী ভাষায় রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রশংসা করেন ।
কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর করা দুই দশকের পুরানো বিশাখা নির্দেশিকা উল্লেখ করেন তাঁর বক্তব্যে। রাষ্ট্রপতি বলেছিলেন যদি একটি উদাহরণ দেওয়া সম্ভব তো, সুপ্রিম কোর্ট লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে ন্যায়বিচারের লক্ষ্য অর্জনে সর্বদা সক্রিয় এবং প্রগতিশীল ছিল।সুপ্রীম কোর্ট দু’দশক আগে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে নির্দেশিকা জারি করা থেকে এই মাসে সেনাবাহিনীতে মহিলাদের সমান মর্যাদা দেওয়ার জন্য প্রগতিশীল সামাজিক পরিবর্তনের পথিকৃত হয়েছে ।