জম্মু কাশ্মীরের বান্দিপোরায় ১২ বছরের আতিফ শাফির শেষযাত্রায় পথে নামল গোটা গ্রাম। সেনাদের গুলি থেকে বাঁচতে আতিফকে ঢাল হিসেবে ব্যবহার করছিল লস্কর-এ-তৈয়বার ২ জঙ্গি। শনিবার আতিফের দেহ উদ্ধারের পর জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। যারা নিজেদের বাঁচাতে এক নিষ্পাপ কিশোরকে ঢাল হিসেবে ব্যবহার করে, তাদের লড়াই যে ‘জিহাদ’ নয় তাও বুঝিয়ে দিয়েছেন বান্দিপোরার মানুষ। উপত্যকার কোনও জঙ্গিকে যেন রেয়াত না করা হয় বলে দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, কয়েকদিন আগে বান্দিপোরার হাজিন গ্রামের একটি ৩ তলা বাড়িতে জোর করে ঢুকে পড়ে লস্কর-এ-তৈয়বার ২ জঙ্গি। ওই বাড়ির রান্না করা খাবারও খায় তারা। কিন্তু শুক্রবার সেনাবাহিনী খবর পেয়ে ওই বাড়িটিকে ঘিরে ফেলার পর তিনতলার ঘরে ১২ বছরের আতিফ ও তার কাকাকে আটকে দেয় জঙ্গিরা। পরে আতিফের কাকা পালিয়ে এলেও জঙ্গিদের কবল থেকে পালাতে পারেনি আতিফ। এরপর গোটা গ্রাম, আতিফের মা, ঠাকুমা ও দাদুর আকুতি করতে থাকেন আতিফকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ১২ ঘন্টার গুলির লড়াইয়ের পর জঙ্গিদের দেহের পাশেই ১২ বছরের আতিফের পোড়া দেহ উদ্ধার হয়।
আতিফের শেষকৃত্যে যোগ দিতে আসা গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন জঙ্গিদের বিরুদ্ধে। এরপর কোনও বাড়ি থেকে জঙ্গিদের কোনওরকম সহানুভূতি দেখানো হবে না বলেও জানান তারা।