১৫ কোটি মুসলিম একসাথে হয়ে গেলে ১০০ কোটির উপর ভারী হয়ে যাবে। সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই হুমকি দিলেন আসাদ উদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিনের মুখপাত্র ওয়ারিশ পাঠান। তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কে ঝড় উঠেছে। দাবি উঠেছে ওই নেতাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। নাম না করে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন তিনি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জনসভায় বক্তব্য রাখছেন ওই মিম নেতা ওয়ারিস পাঠান। সেখানে তিনি সিএএ বিরোধিতায় যে মুসলিম মহিলারা আন্দোলন করছে সে বিষয়ে উল্লেখ করেন।
তিনি বলেন,’ওরা আমাদের বলেছেন আমরা মহিলাদের সামনে এগিয়ে দিয়েছি। আমি তাদের বলতে চাই শুধুমাত্র সিংহীরাই বেড়িয়ে এসেছে তাতেই আপনাদের ঘাম ঝরছে। তাহলে চিন্তা করুন যদি আমরা সবাই একসাথে রাস্তায় বেড়িয়ে আসি কি হবে? আমরা ১৫ কোটি যদি একসাথে বেরিয়ে আসি তাহলে ১০০ কোটির সংখ্যাগরিষ্ঠদের ওপর ভারী হব।” যদি ১৫ কোটি মুসলিম একসাথে হয়ে যায় তাহলে ১০০ কোটির কি হবে বলে হুমকি দেন তিনি।
সৌজন্যে এএনআই
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে তিনি মুসলিম সমাজকে একসাথে লড়াই করতে আহ্বান জানান। তিনি বলেন, “এবার সময় এসে গেছে ইঁটের জবাবে পাথর ছোঁড়ার।” তার কথায়, “আজাদি আমাদের চাই। আর যেটা চাইলে পাওয়া যায় না সেটা ছিনিয়ে নিতে হবে। মনে রাখবেন মুসলিমরা ১৫ কোটি হতে পারে কিন্তু তারা ১০০ কোটির উপর ভারী।”
এব্যাপারে হিন্দুনেতা তথা হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের প্রতিক্রিয়া, ”আগে আকবরউদ্দিন ওবেইসি পুলিশকে সরিয়ে দিয়ে যুদ্ধের আহ্বান জানিয়েছিল। এবার ওয়ারিস পাঠান ঠিক একইরকমভাবে পুলিশ সরিয়ে দিয়ে আবার যুদ্ধের আহ্বান জানালো। হিন্দুকে বার বার যুদ্ধের জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু হিন্দু তো যুদ্ধ চায় না, শান্তি চায়। হিন্দু দেশ দেবে, সম্মান দেবে, ধর্ম দেবে। তবু যুদ্ধ করবে না। আপোষ মীমাংসা করে, কিছুটা ছেড়ে দিয়ে একটা রফা করে নেবে। এবার কোনটা ছাড়বে সবাই নিশ্চয় বুঝতে পারছেন! আসাম ও বাংলা।”